মালদায় টোটো চালকদের পাশে বাম শ্রমিক সংগঠন

14th January 2020 মালদা
মালদায় টোটো চালকদের পাশে বাম শ্রমিক সংগঠন


 টোটো চালকদের বিভিন্ন সমস্যার এবং দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হলো আরএসপি পরিচালিত শ্রমিক সংগঠন ইউটিইউসি নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে মালদা জেলাশাসকের কাছে ই-রিকসা বিক্রিতে কালোবাজারি ঠেকাতে এবং নির্দিষ্ট ভাবে চালকদের কাছ থেকে পুরনো টোটো নিয়ে ২০ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার সহ একাধিক দাবি নিয়ে এদিন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় সংগঠনের কর্তারা। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌতম গুপ্ত , সম্পাদক সর্বানন্দ পান্ডে সহ অন্যান্যরা।
ইউটিইউসি'র জেলা সভাপতি গৌতম গুপ্ত জানিয়েছেন, ৩১ জানুয়ারি থেকে মালদা শহরে টোটো চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন । ১ ফেব্রুয়ারি থেকে শহরে চলবে ই-রিকশা।  টোটো চালকদের পুরনো গাড়ি ফিরিয়ে নির্দিষ্ট কুড়ি হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও, সেই টাকা দেওয়া হচ্ছে না। কোথাও দশ হাজার, আবার কোথাও ১৫ হাজারের বেশি দেওয়া হচ্ছে না। পাশাপাশি ই-রিক্সা চালু করার ব্যাপারে ৩১  জানুয়ারির বদলে ৩১ মার্চ করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি । এইরকমই একাধিক সমস্যা নিয়ে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। 





Others News